Surprise Me!

পদ্মাপাড়ের ‘স্বপ্নের বাড়ি’ || Jagonews24.com

2021-04-28 1 Dailymotion

‘স্বপ্নের বাড়ি’ নামটি প্রত্যন্ত চরাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোরই দেয়া। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের পদ্মাপারে খুঁটিতে বাঁধা ভাসমান বাড়ি তিনটি।<br /><br />ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিআর) একটি প্রকল্পের অংশ হিসেবে এই তিনটি বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়িটির গবেষক দলের প্রধান অধ্যাপক আইনুন নিশাত। বাংলাদেশি প্রতিষ্ঠান কুশলী ইঞ্জিনিয়ারিংয়ের শুভ্র দাশ ভৌমিকের নেতৃত্বে স্থানীয় কারিগরেরা বাঁশ দিয়ে বাড়িগুলো নির্মাণ করেছেন।

Buy Now on CodeCanyon